অপহৃতা হওয়ার পর আজ ১০দিন কেটে গেল। এখনও উদ্ধার হলো না উত্তর ২৪ পরগনা জেলার মিনাখাঁ থানার অন্তর্গত গড় আবাদ গ্রামের মাধাই সরদার-এর ১৫ বছর ৮ মাস বয়সী নাবালিকা কন্যাকে উদ্ধার করতে পারলো না পুলিস। মাধাই সরদার একজন দরিদ্র মানুষ, যিনি দিনমজুরের কাজ করেন।এমতবস্থায় বারবার পুলিসের দ্বারস্থ হয়েও কোনো এক অজ্ঞাত কারণে উদ্ধার হয়নি তার কন্যা। হিন্দু সংহতির পক্ষ থেকে আইনিসহ সবরকম সহযোগিতা করা হচ্ছে প্রিয়ার পরিবারকে, যাতে তাদের মনোবল না ভেঙে পড়ে । তাছাড়া গত ৩রা জানুয়ারি, রাজ্যের শিশু ও মহিলা কল্যাণ দপ্তরে নিজের কন্যাকে দ্রুত ফিরিয়ে দেবার আবেদন জানিয়ে চিঠি দিয়েছেন হতভাগ্য পিতা মাধাই সরদার।এছাড়াও কেন্দ্রের Schedule Castes ডিপার্টমেন্টে চিঠি দিয়েছেন তিনি।তা সত্বেও এখনো উদ্ধার হলো না নাবালিকা প্রিয়া সরদার। মিনাখাঁ থানার পুলিস শুধু এক কথাই বলে চলেছে-আমরা চেষ্টা করছি।কিন্তু উদ্ধার করার লক্ষ্যে কোনোরকম দায়িত্বপূর্ণ উদ্যোগ পুলিসের পক্ষ থেকে দেখা যায়নি।হয়তো প্রিয়ার পিতা দিনমজুর বলে সুবিচার থেকে বঞ্চিত।
এমতবস্থায় সুশীল, শুভবুদ্ধিসম্পন্ন মানুষদের কাছে নিবেদন এই যে আপনারা আন্দোলন গড়ে তুলুন, প্রতিবাদের ভাষাকে জোরদার করুন।
অপহৃতা প্রিয়া সরদার এখনও উদ্ধার হলো না
