জালনোটের কারবারের রমরমা চলছে পশ্চিমবঙ্গে। আর প্রতিক্ষেত্রেই জালনোট আসছে সেই মালদহের বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকেই। গতকাল ৪ঠা জানুয়ারী, শুক্রবার কলকাতায় দুই জালনোট কারবারির গ্রেপ্তারে তারই প্রমান মিললো। কলকাতা পুলিসের এসটিএফ নারকেলডাঙা থানা এলাকার স্বর্ণময়ী স্ট্রিট থেকে কলকাতার ২ বাসিন্দা এবং মালদহের এক জালনোট কারবারীকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে উদ্ধার হয় ৪লক্ষ টাকারও বেশি জালনোট। গ্রেপ্তার হওয়া দুই জন হলো মহম্মদ আক্রম আলী এবং মহম্মদ গুডডু কুরেশি। এদের মধ্যে একজনের বাড়ি তিলজলাতে এবং অপরজনের বাড়ি তপসিয়াতে। এরা মালদহ থেকে জালনোট নিয়ে এসে কলকাতার বিভিন্ন বাজারে ছড়িয়ে দিতো। এদের সঙ্গে মালদহের জালনোট কারবারি আনারুল হক-এর সঙ্গে যোগাযোগ ছিল। আনারুল হক আবার বাংলাদেশ থেকে জালনোট ভারতে নিয়ে আসতো এবং রাজ্যের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিতো। ধৃতদের জেরা করে এই কারবারে আর কারা কারা জড়িত, তা জানার চেষ্টা করছেন গোয়েন্দারা।