সংশোধনাগারে নিয়ে যাওয়ার সময় পুলিশ কর্মীদের মারধর করে পালিয়ে গেল গ্রেপ্তার হওয়া দুই বাংলাদেশী মুসলিম অনুপ্রবেশকারী । গতকাল ২রা জানুয়ারী, বুধবার সন্ধ্যা ৭টা নাগাদ ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার ঘুঘুমারি এলাকায়। ওই ঘটনায় প্রশাসনিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ।জানা গিয়েছে, দিন ১৭ আগে অবৈধ ভাবে ভারতের প্রবেশ করার সময় দিনহাটা মহকুমার নয়ার হাট এলাকা থেকে বিএসএফ ২জন বাংলাদেশী অনুপ্রবেশকারীকে আটক করে। পরে তাদের দিনহাটা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত ওই দুই বাংলাদেশী অনুপ্রবেশকারী নাম মিজানুর শেখ ও সারিদ শেখ। এদিন তাঁদের দিনহাটা আদালত থেকে কোচবিহার সংশোধনাগারে নিয়ে আসার সময় ঘুঘুমারি এলাকায় পুলিশ কর্মীদের মারধর করে পুলিস ভ্যান থেকে পালিয়ে যায় ওই দুই বাংলাদেশী কয়েদি । পলাতক ওই দুই বাংলাদেশীর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।