দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ থানার অন্তর্গত কাঁটাকোল গ্রামটি আদিবাসী অধ্যুষিত গ্রাম।গ্রামের চারিদিকে দারিদ্র্যের ছাপ। খড়ের ছাউনি এবং বাঁশের বেড়াতে মাটির লেপ দেওয়া দেওয়ালের বাড়িতে আদিবাসী ভাই-বোনদের বসবাস; বেশ কয়েকটি বাড়িতে টিন এবং এসবেস্টস-এর ছাউনি দেওয়া। সমাজের এই পিছিয়ে পড়া মানুষগুলির মাঝে কাজ শুরু করলো হিন্দু সংহতি।সেই কাজের অঙ্গ হিসেবে এই শীতে সেইসমস্ত আদিবাসী ভাই-বোনদের মুখে একটুখানি হাসি ফোটানোর উদ্দেশ্যে আজ হিন্দু সংহতির উদ্যোগে একটি কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে হিন্দু সংহতির পক্ষ থেকে ২৫জনের হাতে কম্বল তুলে দেওয়া হয়। কম্বল প্রাপকদের মধ্যে কয়েকজন বৃদ্ধা উপস্থিত ছিলেন।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিন্দু সংহতির সভাপতি শ্রী দেবতনু ভট্টাচার্য, সহ সম্পাদক শ্রী সুজিত মাইতি, বালুরঘাট শহরের বিশিষ্ট ব্যক্তিত্ব শ্রী রজত রায়।
হিন্দু সংহতির উদ্যোগে কুমারগঞ্জে আদিবাসীদের কম্বল বিতরণ
