লাভ-জিহাদের করাল গ্রাসের শিকার হয়ে হারিয়ে যাচ্ছে হিন্দু সমাজের একের পর এক কন্যা। একের পর এক ঘটনা ঘটে চলেছে পশ্চিমবঙ্গে। এবার লাভ-জিহাদের শিকার হলো উত্তর ২৪ পরগনা জেলার মিনাখাঁ থানার অন্তর্গত গড় আবাদ গ্রামের বাসিন্দা হিন্দু নাবালিকা প্রিয়া সরদার(নাম পরিবর্তিত, বয়স ১৫ বছর ৮মাস)। সে গত ২৩শে ডিসেম্বর বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। তাঁর পিতা শ্রী মাধাই সরদার বিশেষ সূত্রে জানতে পারেন যে ওই গ্রামের বাসিন্দা মোক্তাউদ্দিন মোল্লা তাঁর মেয়েকে নিয়ে গিয়েছে। এরপরেও তিনি তার মেয়ের খোঁজ করতে থাকেন। কোনোভাবে মেয়ের কোনো খোঁজ না পেয়ে তিনি মিনাখাঁ থানায় অভিযুক্ত মুসলিম যুবক মোক্তাউদ্দিন মোল্লার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন, যার FIR নম্বর ৩৮৪/১৮। পুলিসের কাছে দায়ের করা অভিযোগে প্রিয়ার পিতা মাধাই সরদার জানিয়েছেন যে অভিযুক্ত মুসলিম যুবক মোক্তাউদ্দিন তার মেয়েকে অসৎ উদ্দেশ্যে নিয়ে গিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত হিন্দু নাবালিকা প্রিয়া সরদারকে উদ্ধার করতে পারেনি পুলিস। এমতবস্থায় প্রিয়ার পিতা তার নাবালিকা কন্যাকে ফিরিয়ে আনতে সহযোগিতা চেয়ে হিন্দু সংহতির দ্বারস্থ হয়েছেন। তিনি হিন্দু সংহতির সভাপতি শ্রী দেবতনু ভট্টাচার্য-কে লিখিত আবেদন জানিয়েছেন তার নাবালিকা কন্যাকে উদ্ধারে সহযোগিতা চেয়ে। হিন্দু সংহতির পক্ষ থেকে তাকে সবরকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।
লাভ-জিহাদের শিকার মিনাখাঁর হিন্দু নাবালিকা প্রিয়া সরদার, হিন্দু সংহতির দ্বারস্থ পিতা
