হিন্দু সংহতি সবসময়ই তার কর্মীদের বিপদে-আপদে পাশে থেকেছে। এবারও সেই ধারা বজায় থাকলো। গত ২৬শে ডিসেম্বর দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং-এর দুই জন কর্মী সৌমেন নস্কর এবং চিরঞ্জিত হালদারকে জেল থেকে ছাড়িয়ে আনলো হিন্দু সংহতি। হিন্দু সংহতির প্রতিনিধি মারফত জানা গিয়েছে, গত ২৫শে ডিসেম্বর রাত্রে ক্যানিং-এর তালদি বাস স্ট্যান্ডে একটি অনুষ্ঠান থেকে ফেরার সময় দুইজন মুসলিম যুবককে ব্যাপক মারধর করে হিন্দু সংহতির কর্মীরা। সেই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করে ওই মুসলিম যুবকেরা। সেই অভিযোগের ভিত্তিতে দুই জন হিন্দু সংহতির কর্মীকে গ্রেপ্তার করে ক্যানিং থানার পুলিস। পরেরদিন তাদেরকে কোর্টে তুললে তাদেরকে জামিন করানো হয়। জামিন করানোর সময় হিন্দু সংহতির সম্পাদক শ্রী সুন্দর গোপাল দাস উপস্থিত ছিলেন। ভবিষ্যতেও হিন্দু সংহতি তার্কর্মীদের পাশে দাঁড়াবে বলে তিনি জানান।
গ্রেপ্তার হওয়া কর্মীদের জেল থেকে ছাড়িয়ে আনলো হিন্দু সংহতি
