কোচবিহার জেলার শিতলকুচি থানার অন্তর্গত জায়গীর নাওহাটি(পাঠানটুলী) গ্রামের বাসিন্দা হেমন্ত বর্মনের মেয়ে অনুশ্রী বর্মন(নাম পরিবর্তিত) গত 20শে ডিসেম্বর সন্ধ্যায় নিখোঁজ হয়ে যায়।বাড়ির লোক অনেক খোঁজাখুঁজি করে অনুশ্রীকে পায়নি।শেষে স্থানীয় সূত্রে তিনি জানতে পারেন যে স্থানীয় ৪জন মুসলিম যুবক অনুশ্রীকে নিয়ে গিয়েছে।তারপরই ২২শে ডিসেম্বর তারিখে অনুশ্রীর পিতা শিতলকুচি থানায় ওই ৪জন মুসলিম যুবকের বিরুদ্ধে FIR দায়ের করেন,যার নম্বর ২৪৯/১৮।ওই ৪জন মুসলিম যুবক হলো ১) রানা মিয়াঁ, ২) মজিদ মিয়াঁ, ৩) হাপে মিয়াঁ এবং ৪)নাজিমুল মিয়াঁ।তিনি তার থানায় করা অভিযোগে উল্লেখ করেছেন যে তার মেয়েকে ফুঁসলিয়ে নিয়ে গিয়েছেওই যুবকেরা।এমনকি তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে পাশেই যেহেতু বাংলাদেশ সীমান্ত রয়েছে, তাই তার মেয়েকে বাংলাদেশে পাচার করে দেওয়া হতে পারে এবং তার মেয়ে কোথায়, কি অবস্থায় রয়েছে, তা নিয়ে তিনি খুব চিন্তিত, এমনটাই জানিয়েছেন তিনি।কিন্তু কয়দিন কেটে গেলেও এখনও পর্যন্ত তার মেয়ের কোনো খোঁজ পাওয়া যায়নি।এমনকি তিনি জানিয়েছেন যে পুলিসের ভূমিকায় তিনি সন্তুষ্ট নন, তিনি এও অভিযোগ করেন যে পুলিস উনাকে নিজের মেয়েকে খোঁজার কথা বলেছে।এমতবস্থায় তিনি তার কন্যাকে দ্রুত উদ্ধারের জন্য হিন্দু সংহতির দ্বারস্থ হয়েছেন।তিনি হিন্দু সংহতির কাছে সাহায্যের জন্য কাতর প্রাথর্না জানান।হিন্দু সংহতির পক্ষ থেকে তার মেয়েকে সবরকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।
লাভ জিহাদের শিকার অনুশ্রী বর্মন, হিন্দু সংহতির দ্বারস্থ পরিবার
