গতকাল ১৯শে ডিসেম্বর মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার অন্তর্গত খড়গ্রামের সিদ্ধেশ্বরী কালী মন্দিরে চুরির ঘটনা ঘটলো। দুষ্কৃতীরা মন্দিরের তালা ভেঙে সোনা-রুপোর গহনা, পিতলের বাসনপত্র চুরি করে পালিয়ে যায়। জানা গিয়েছে, চুরি যাওয়া জিনিসপত্রের মূল্য লক্ষাধিক টাকার বেশি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে, গত শনিবার থেকেই মন্দিরে চলছিল বাৎসরিক পূজা অনুষ্ঠান ও উৎসব। সেই উপলক্ষে মন্দিরের প্রতিমাকে সোনা ও রুপোর গহনা দিয়ে সাজানো হয়েছিল। সোমবার সেই উৎসব শেষ হয়। উৎসব শেষ হওয়ার পরেও প্রতিমার গায়ে গহনা ছিল। কিন্তু বুধবার সকালে মন্দিরের সেবাইত শুভানন্দ গিরি মহারাজ মন্দিরে এসে দেখেন যে মন্দিরের তালা ভাঙা এবং প্রতিমার সমস্ত সোনা-রুপোর গহনা চুরি গিয়েছে। তখন তিনি আশেপাশের বাসিন্দাদেরকে চুরির কথা জানান। এই খবর জানাজানি হতেই এলাকার হিন্দু বাসিন্দাদের মধ্যে যথেষ্ট চাঞ্চল্য ছড়ায়। ইতিমধ্যে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খড়গ্রাম থানার পুলিস। পরে দুপুরের দিকে অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্ত করছে খড়গ্রাম থানার পুলিস। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী এখনো পর্যন্ত কোন দুষ্কৃতী ধরা পড়েনি।