হাওড়ার টিকিয়াপাড়ায় বেআইনি অস্ত্র তৈরির কারখানায় অভিযান চালিয়ে ভিনরাজ্যের ৩ কারিগরসহ একাধিক পিস্তল, পিস্তল তৈরির যন্ত্রাংশ এবং কয়েকটি লেদ মেশিন উদ্ধার করেছে। গতকাল ১৮ই ডিসেম্বর, মঙ্গলবার সন্ধ্যায় হাওড়া সিটি পুলিসের গোয়েন্দাবিভাগ টিকিয়াপাড়ার গঙ্গারাম বৈরাগী লেনের একটি বাড়িতে অভিযান চালায়। সেই অভিযানে এই কারখানার সন্ধান পায় পুলিস। পাশাপাশি তিনজন কারিগরকেও গ্রেপ্তার করেছে, যাদের বাড়ি বিহার এবং ঝাড়খণ্ডে।পুলিস জানিয়েছে, বেআইনি এই অস্ত্র কারখানা থেকে ৪০টি তৈরি পাইপগান উদ্ধার করা হয়েছে। এছাড়াও ছোট আগ্নেয়াস্ত্র তৈরি করা যায়, এরকম বহু যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে। পুলিস সূত্রের দাবি, যে পরিমাণ যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে, তা দিয়ে প্রায় শতাধিক বন্দুক তৈরি করা সম্ভব। পুলিস যখন কারখানায় হানা দেয়, তখন সেখানে তিনজন ছিল। সেই তিনজনকেই গ্রেপ্তার করেছে পুলিস। বাকি একজনের খোঁজে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু হয়েছে। পুলিসের দাবি, ধৃতরা জেরায় জানিয়েছে, আগ্নেয়াস্ত্রগুলি বিভিন্ন জেলায় সরবরাহের জন্য তারা একমাস আগে থেকেই বরাত পেয়েছিল। সেই মতো সেগুলি তৈরি করার কাজ শুরু হয়েছিল। দু-এক মাসের মধ্যে সেগুলি সরবরাহ করার কথা ছিল। পুলিস ধৃতদের জিজ্ঞাসাবাদ করে কারা বরাত দিয়েছিল, সেবিষয়ে খোঁজখবর শুরু করেছে। এমনকী যে ব্যক্তি ধৃতদের বাড়ি ভাড়া দিয়েছিল, সে এই অস্ত্র তৈরির কারবারের সঙ্গে জড়িত ছিল কি না, তাও হাওড়া কমিশনারেটের গোয়েন্দারা খতিয়ে দেখছেন।