গতকাল ১৬ই ডিসেম্বর, নদীয়া জেলার হরিনঘাটা থানার অন্তর্গত পাগলাতলা গ্রামে হিন্দু সংহতির উদ্যোগে একটি কম্বল বিতরণ করা হলো। এই অনুষ্ঠানে হিন্দু সংহতি-এর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন কলকাতার “শ্রী সালাসার ভক্তবৃন্দ”। এই অনুষ্ঠানটি গ্রামের শ্রী হরিচাঁদ গুরুচাঁদ মন্দিরের প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিন্দু সংহতির সভাপতি শ্রী দেবতনু ভট্টাচার্য, সহ সম্পাদক শ্রী সুজিত মাইতি।শ্রী সালাসার ভক্তবৃন্দ-এর সভাপতি শ্রী বীরেন্দ্র মোদি, সম্পাদক শ্রী সঞ্জয় পোদ্দার, শ্রী বিনীত পোদ্দার, সুশীলজি, সন্তোষ সুরেকা, ললিতজি প্রমুখ। শ্রী হরিচাঁদ গুরুচাঁদ মন্দিরে পুষ্পার্ঘ্য নিবেদন করে অনুষ্ঠানের শুভসূচনা করেন হিন্দু সংহতির সভাপতি শ্রী দেবতনু ভট্টাচার্য। এছাড়াও তিনি অনুষ্ঠানের শুরুতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন । এই অনুষ্ঠানে আশেপাশের চার-পাঁচটি গ্রামের বহু হিন্দু জনসাধারণ উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে ১০০জন দুঃস্থ হিন্দু মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।এছাড়াও মহিলাদেরকে একটি করে শাড়ি দেওয়া হয়। প্রসঙ্গত উল্লেখ করা যায় যে এই সেই পাগলাতলা গ্রাম, যে গ্রাম ২০১০ সালে জিহাদি আক্রমণের শিকার হয়েছিল। তারপরেই এই গ্রামে হিন্দু সংহতির নেতৃত্বে গ্রামের হিন্দু জনসাধারণ প্রতিরোধের কাজ শুরু করে।সেইদিন থেকে আজ দীর্ঘ আট বছরেরও বেশি সময় হিন্দু সংহতি সেই গ্রামের মানুষের পাশে আছে।
নদীয়ার পাগলাতলায় দুঃস্থ হিন্দুদের কম্বল বিতরণ হিন্দু সংহতির
