ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া ৫ মুসলিম দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো মন্দিরবাজার থানার পুলিস। গত ১৫ই নভেম্বর রাতে তাদেরকে দক্ষিণ ২৪ পরগনা জেলার অন্তর্গত মন্দিরবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পুলিস সূত্রে জানা গিয়েছে, ঐদিন রাতে বাজারে বেশ কয়েকজন সিভিক ভলান্টিয়ার ডিউটি করছিলো। সেই সময় ওই ৫জনকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে মন্দিরবাজার থানায় খবর দেয় ওই সিভিকরা। খবর পেয়ে মন্দিরবাজার থানার পুলিস ওই দুষ্কৃতীদেরকে গ্রেপ্তার করে। ধৃতরা হলো খেলারামপুরের কাশেম মোল্লা(২৮), ক্যানিং-এর সাইফুল মালি(২৫), নীলাম্বরপুরের আব্দুল সালাম সর্দার(২৫) এবং রামনারায়ণপুরের মানছুর শেখ এবং মোবারক শেখ। ধৃতদের কাছ থেকে ওয়ান শাটার পাইপগান এবং কয়েকটি গুলি উদ্ধার করেছে পুলিস। ধৃতদেরকে আরো জেরা করছে পুলিস।