গতকাল ১৪ই ডিসেম্বর, শুক্রবার সন্ধ্যায় উত্তর ২৪ পরগনা জেলার অন্তর্গত গাইঘাটার নাড়িকেলার মোড়ে ৪ রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করল গাইঘাটা থানার পুলিস। ধৃতদের মধ্যে দুই যুবতীও রয়েছে। ধৃতদের নাম আরশাদ, ইউনুস, আমিনা ও কায়াস বিবি। ধৃতরা প্রত্যেকেই মায়ানমারের বাথারিডং এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায়, ধৃতরা কয়েক দিন আগেই গাইঘাটা থানার ভারত-বাংলাদেশের আংরাইল সীমান্ত দিয়ে চোরাপথে এদেশে ঢুকে ছিল। তারপর স্থানীয় চাঁদপাড়া বাজার এলাকায় একটি গোপন ডেরায় আশ্রয় নেয়। সেখান থেকেই অটো করে বারাসাতের দিকে যাচ্ছিলো তারা। কিন্তু যাওয়ার পথে অটো নাড়িকেলা মোড়ে দাঁড়ালে ওখানকার স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। তারা ওই ৪জনকে আটকে রেখে গাইঘাটা থানায় খবর দেন। পরে পুলিস এসে তাদেরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। প্রথমে তারা নিজেদেরকে চট্টগ্রামের বাসিন্দা হিসেবে পরিচয় দিয়েছিলো। কিন্তু পরে জেরায় জানায় যে তারা মায়ানমারের বাসিন্দা। এছাড়াও দালাল মারফত মুম্বইয়ে গিয়ে কাজের উদ্দেশ্যেই ধৃতরা এই দেশে ঢুকেছিল বলে জানতে পারে পুলিস। আজ শনিবার ধৃতদের বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের পুলিসি হেফাজতের নির্দেশ দেন বিচারক। ধৃতদের সঙ্গে কোনও সন্ত্রাসী কাজের যোগ আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।
গাইঘাটায় ৪ রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারী গ্রেপ্তার
