গত ৮ই ডিসেম্বর, শনিবার আলিপুরদুয়ার জেলার শামুখতলা থানার অন্তর্গত রায়ডাক চা বাগানে হিন্দু সংহতির উদ্যোগে এক কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানটি রায়ডাক চা বাগানের শ্রী শ্রী হনুমান মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠানটি হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিন্দু সংহতির সহ সম্পাদক শ্রী সুজিত মাইতি, প্রমুখ কর্মী শ্রী অমিত মালী, আলিপুরদুয়ার -এর প্রমুখ কর্মী শ্রী বিক্রম ছেত্রী ও অন্যান্য নেতৃবৃন্দ।এই অনুষ্ঠানে প্রায় ১০০জন আদিবাসী ও পাহাড়ি মানুষকে কম্বল দেওয়া হয়। সেই সঙ্গে ভজন সন্ধ্যারও আয়োজন করা হয়েছিল। সবশেষে আগত সবাইকে খিচুড়ি খাওয়ানো হয়।এই অনুষ্ঠানে হিন্দু সংহতির সহযোগী হয়েছিলেন কলকাতার “সালাসার ভক্তবৃন্দ”। এই শুভ অনুষ্ঠানের মধ্য দিয়ে ডুয়ার্সে হিন্দু সংহতির পথচলা শুরু হলো।
আলিপুরদুয়ারের রায়ডাক চা বাগানে হিন্দু সংহতির কম্বল বিতরণ
