বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ভবিষ্যত সুরক্ষিত করার লক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিলো সে দেশের হিন্দু স্বার্থে কাজ করা হিন্দু সংগঠন ‘বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট’।গত ৭ই নভেম্বর শেখ হাসিনাকে দেওয়া চিঠিতে মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামানিক জাতীয় সংসদে ৫০টি আসন সংরক্ষণ করার দাবি জানিয়েছেন।এছাড়াও সংখ্যালঘু মন্ত্রক তৈরির দাবি এবং সংখ্যালঘুদের অভাব-অভিযোগের নিষ্পত্তির জন্যে সংখ্যালঘু কমিশন গঠনেরও দাবি জানিয়েছেন।কিন্তু এই দাবির কতটা বাস্তবায়ন হবে,কিংবা সংখ্যালঘু হিন্দুসমাজের নিরাপত্তা কতটা সুনিশ্চিত হবে,তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে।
এইবার ভারতের সঙ্গে তুলনা করে দেখা যাক।এদেশে সংখ্যালঘুর জন্যে আলাদা মন্ত্রক, আলাদা কমিশন, পৃথক ধর্মীয় শিক্ষার ব্যবস্থা।কিন্তু একটা মুসলিমপ্রধান দেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার সুনিশ্চিত করার জন্যে কোনো ব্যবস্থা নেই।তাই ভারতের ধর্মনিরপেক্ষবাদীরা যতই দাবি করুক না কেন যে বাংলাদেশে হিন্দুধর্মালম্বী মানুষেরা ভালো আছে, বাস্তব কিন্তু সম্পূর্ণ উল্টো।
সংখ্যালঘু হিন্দুর সুরক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিলো বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট
