গত ৭ই নভেম্বর বীরভূম জেলার সদাইপুর থানার অন্তর্গত চিনপাই গ্রামের ৬০০ বছরের পুরোনো সিদ্ধেশ্বরী কালী মন্দিরে প্রায় ৮০ ভরি সোনার গয়না এবং ২০ কেজি রুপোর গয়না চুরি হয়। সেই চুরির ঘটনায় গ্রামবাসীরা সদাইপুর থানার ওসি আব্দুর রব খানের দিকে সন্দেহের আঙ্গুল তুলেছিলেন এবং তার বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়ে ৬০নং জাতীয়সড়ক অবরোধ করেছিলেন। সদাইপুর থানার সেই ওসিকে দায়িত্ব থেকে সরিয়ে দেবার কথা ঘোষণা করলেন বীরভূম জেলার এডিশনাল এসপি সুবিমল রায়। এছাড়াও মন্দিরের নিরাপত্তার দায়িত্বে থাকা ২ জন সিভিক ভলান্টিয়ারকেও সাসপেন্ড করার কথা ঘোষণা করেছেন তিনি। তিনি দোষীদের গ্রেপ্তার করার আশ্বাস দিলেও, এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিস।