মাদারীপুরের রাজৈর উপজেলায় একটি মন্দিরের প্রতিমা ভাংচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। দুষ্কৃতীরা মন্দিরের প্রতিমা ভেঙে বাইরে ফেলে দিয়ে যায়।
রাজৈর থানার ওসি জিয়াউল মোর্শেদ জানান, বাজিতপুর ঘোষপাড়া সর্বজনীন মন্দিরে বৃহস্পতিবার গভীর রাতে এই ভাংচুর হয় বলে তারা অভিযোগ পেয়েছেন।
মন্দির কমিটির সভাপতি দীনবন্ধু ঘোষ অভিযোগ করেন, “রাতের আঁধারে আমাদের মন্দিরের রাধাকৃষ্ণ প্রতিমাটি দুর্বৃত্তরা ভেঙে ফেলেছে। সকালে পূজা দিতে গিয়ে বিষয়টি আমাদের নজরে আসে।”
স্থানীয় বাসিন্দা বাবুল ঘোষ বলেন, “নির্বাচনের তফসিল ঘোষণার পর এমন একটি ঘটনা ঘটায় আমরা নিরাপত্তাহীনতা বোধ করছি। হিন্দু সম্প্রদায়ের ভেতরে আতঙ্ক কাজ করছে।”
বাংলাদেশের মাদারীপুরের রাজৈর উপজেলায় মন্দিরের প্রতিমা ভাংচুর
