গতকাল ৪ঠা নভেম্বর, রবিবার দক্ষিণ ২৪ পরগনা জেলার অন্তর্গত বাসন্তীতে শতাধিক কর্মীর উপস্থিতিতে হিন্দু সংহতির বিজয়া সম্মেলন অনুষ্ঠিত হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিন্দু সংহতির সভাপতি শ্রী দেবতনু ভট্টাচার্য, সম্পাদক শ্রী সুন্দর গোপাল দাস। উপস্থিত সংহতি কর্মী এবং সমর্থকদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন শ্রী দেবতনু ভট্টাচার্য মহাশয়।
এছাড়াও গতকাল ৪ঠা নভেম্বর, রবিবার শ্যামনগরে ঋষি অরবিন্দ বালিকা বিদ্যালয়ে স্থানীয় হিন্দু সংহতি কর্মীদের উদ্যোগে আয়োজিত হল বিজয়া সম্মিলনী অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শ্রী শান্তনু সিংহ, শ্রী দেবপ্রসাদ চট্টোপাধ্যায়, ডাঃ শ্রী অভিষেক ব্যানার্জী, শ্রী শ্যামল বিশ্বাস, শ্রী ধনঞ্জয় কর্মকার, শ্রী শিমূল রায় এরং শ্রী সুজিত মাইতি দাদা । যথাযথ মর্যাদায় ওঁকার ধ্বনিতে অনুষ্ঠান শুরু হয়, অনুষ্ঠানে বিভিন্ন দেশাত্মবোধক গান গেয়ে শোনান স্থানীয় কর্মীরা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন দেব চট্টোপাধ্যায়, শান্তনু সিংহ ও অভিষেক ব্যানার্জী। বিজয়া সম্মিলনীর এই অনুষ্ঠানে হিন্দু সংহতির নেতৃত্বে আগত দিনে জিহাদী শক্তির বিরুদ্ধে লড়াইয়ের প্রতিজ্ঞা গ্রহণ করেন স্থানীয় মানুষ ও সংহতি কর্মীরা। অনুষ্ঠানে স্বাগত জানানো হয় সদ্য সনাতন ধর্মে প্রত্যাবর্তনকারী এক মুসলমান বোনকে। সমবেত ওঁকার ধ্বনি, শান্তি মন্ত্র পাঠ ও মিষ্টিমুখ দিয়ে অনুষ্ঠান শেষ হয়।