আজ বিকেলে দক্ষিণ 24 পরগনা জেলার অন্তর্গত বাসন্তী থানার চড়াবিদ্যায় হিন্দু সংহতির কর্মীদের আয়োজনে বিজয়া সম্মেলন অনুষ্ঠিত হলো।এই অনুষ্ঠানটি ৯নং কুমড়োখালি মামভাগ্নে স্কুলের মাঠে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে ওই অঞ্চলের হিন্দু সংহতি কর্মী-সমর্থকদের যোগদানে পুরো স্কুল মাঠটি ভরে যায়।অনেকেই বসার জায়গা না পাওয়ায় দাঁড়িয়ে থেকে বক্তব্য শোনেন।এছাড়াও এই অনুষ্ঠানে মহিলাদের উপস্থিতি ছিল ব্যাপকহারে।স্থানীয় হিন্দু মা-বোনদের এই অনুষ্ঠান নিয়ে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।এই অনুষ্ঠানে উপস্হিত ছিলেন হিন্দু সংহতির সভাপতি শ্রী দেবতনু ভট্টাচার্য মহাশয়, সহ-সম্পাদক শ্রী সুজিত মাইতি এবং কোষাধ্যক্ষ শ্রী সাগর হালদার এবং প্রমুখ কর্মী শ্রী দীনবন্ধু ঘরামী । অনুষ্ঠানে হিন্দু সংহতির সভাপতি সম্মানীয় দেবতনু ভট্টাচার্য মহাশয়ের বক্তব্য শুনে উপস্থিত হাজারেরও বেশি কর্মী-সমর্থকেরা উচ্ছাসে ফেটে পড়েন ।
প্রসঙ্গত উল্লেখ্য চড়াবিদ্যা অঞ্চলে হিন্দুর মান-সম্মান, মাটি বাঁচানোর লড়াইয়ে হিন্দু সংহতি প্রথম থেকেই এলাকার হিন্দুদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের সহযোগী হয়েছে।
বাসন্তীর চড়াবিদ্যায় হিন্দু সংহতির বিজয়া সম্মেলন
