পূজাবকাশের পর পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় হিন্দু সংহতির আয়োজনে বিজয়া সম্মেলন অনুষ্ঠিত হয়ে চলেছে। গত ২৮শে অক্টোবর হাওড়া জেলার বাগনানে হিন্দু সংহতির কর্মীদের আয়োজনে বিজয়া সম্মেলন অনুষ্ঠিত হলো। এই অনুষ্ঠানে শতাধিক হিন্দু সংহতির কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিন্দু সংহতির সভাপতি শ্রী দেবতনু ভট্টাচার্য মহাশয়, সহ সম্পাদক শ্রী মুকুন্দ কোলে এবং বাগনান থানা এলাকার দায়িত্বপ্রাপ্ত কর্মী শ্রী সুমন গোলুই প্রমুখ। এই অনুষ্ঠানে সভাপতি দেবতনু ভট্টাচার্য মহাশয় কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
জেলায় জেলায় হিন্দু সংহতির বিজয়া সম্মেলন

একইদিনে অর্থাৎ গত ২৮শে অক্টোবর, বর্ধমান জেলার কাটোয়াতে হিন্দু সংহতির বিজয়া সম্মেলন অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানটি কাটোয়া থানা এলাকার বাঁদরাতে অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানেও শতাধিক হিন্দু সংহতির কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিন্দু সংহতির সহ সভাপতি দেব চট্টোপাধ্যায়, সহ সম্পাদক শ্রী সুজিত মাইতি, সহ সম্পাদক শ্রী বিশ্বজিৎ মজুমদার এবং কাটোয়া এলাকার দায়িত্বপ্রাপ্ত কর্মী প্রশান্ত চক্রবর্তী।
ওই একইদিনে ২৮শে অক্টোবর হুগলি জেলার চণ্ডীতলায় কানাইডাঙ্গা কালীমন্দির প্রাঙ্গনে হিন্দু সংহতির বিজয়া সম্মেলন অনুষ্ঠিত হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিন্দু সংহতির সম্পাদক শ্রী সুন্দর গোপাল দাস, হুগলি জেলা সভাপতি ডাঃ পার্থপ্রতিম ঘোষ, হুগলি জেলার হিন্দু সংহতির প্রমুখ কর্মী আশিস মান্না এবং বাবলু গরাং। এই অনুষ্ঠানে এলাকার হিন্দু কিশোর-কিশোরীরা লাঠিখেলা প্রদর্শনী করে। এছাড়াও ঐদিন হুগলি জেলার জাঙ্গিপাড়া ব্লকেও হিন্দু সংহতির বিজয়া সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিন্দু সংহতির সম্পাদক শ্রী সুন্দর গোপাল দাস এবং জেলা সভাপতি ডাঃ পার্থ প্রতিম ঘোষ। এই অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন হিন্দু সংহতির সম্পাদক সুন্দর গোপাল দাস মহাশয় এবং জেলা সভাপতি ডাঃ পার্থপ্রতিম ঘোষ মহাশয়। এই অনুষ্ঠানেও শতাধিক হিন্দু সংহতির কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।