গতকাল ২৫শে অক্টোবর, বৃহস্পতিবার রানিবাঁধের আদিবাসী ও কুর্মি সম্প্রদায়ের মানুষজন করম পরবে মাতলেন। এদিন রানিবাঁধের অম্বিকানগর গ্রাম পঞ্চায়েতের চিরকুনকানালি গ্রামে তফসিলি উপজাতি সম্প্রদায়ের বিশেষ পরব অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে চিরকুনকানালি গ্রাম ছাড়াও পাশাপাশি ভালুকা, বুড়িশোল, বাগডুবি, মৌকানালি সহ বেশকিছু গ্রামের বাসিন্দারা অংশ নেন। সকলেই তাদের রঙিন ঐতিহ্যবাহী পোশাক পরে অনুষ্ঠানে অংশ নেন। এদিন দুপুর ১২টা থেকে আদিবাসী সম্প্রদায়ের মানুষরা ধামসা-মাদলের তালে তালে বিশেষ করম নৃত্যের মাধ্যমে এবং পুজো করে শস্যের দেবী অর্থাৎ মা লক্ষ্মীর আরাধনা করেন । চিরকুনকানালি গ্রামের আদিবাসী সম্প্রদায়ের মোড়ল শরৎ টুডু বলেন, মূলত অবিবাহিত মেয়েরা মোড়লের কাছে অনুমতি নিয়ে করম পরবে নৃত্য করে। পাঁচদিন ধরে তারা এক বেলা অর্ধাহারে থাকে। শাল গাছের খুঁটি পুঁতে তার তলায় পুজো করা হয়। এছাড়াও এই অনুষ্ঠানে লোধা, সাঁওতাল এবং ভূমিজ সম্প্রদায়ের মানুষেরাও মেতে ওঠেন।
বাঁকুড়ার রানিবাঁধের আদিবাসী মানুষজন করম উৎসবে মেতে উঠলেন
