গতকাল ২৪শে আগস্ট, বুধবার ভোররাতে মালদহের কালিয়াচকের ভারত-বাংলাদেশ সীমান্তের শ্মশানিতে বিএসএফ ও গোরু পাচারকারীদের মধ্যে গুলির লড়াই হয়েছে। ঘটনার জেরে একজন বাংলাদেশি পাচারকারীর মৃত্যু হয়েছে এবং একজন ভারতীয় জখম হয়েছে। বিএসএফ সূত্রে অবশ্য দাবি করেছে, ওই ভারতীয় ব্যক্তিও পাচারের সঙ্গে যুক্ত ছিল। যদিও তার পরিবারের দাবি, সে ঘাস কাটতে গিয়েছিল। জখম ব্যক্তি মালদহের একটি নার্সিংহোমে ভর্তি আছে। অন্যদিকে বিএসএফ সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশি পাচারকারীর নাম মহম্মদ জেমস। গুলিতে তার মৃত্যু হলে অন্য পাচারকারীরা তাকে বাংলাদেশ ভূখণ্ডের মধ্যে টেনে নিয়ে যায়। ফলে তার দেহ পাওয়া যায়নি। এনিয়ে গত ১০ দিনে দু’বার গোরুপাচারকে কেন্দ্র করে সীমান্তে বিএসএফ ও পাচারকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটল।