জাতীয় পতাকা অবমাননা করার অভিযোগে মাধবডিহি থানার এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের নাম আব্দুল করিম সাহানা। বর্ধমান জেলার অন্তর্গত মাধবডিহি থানার সুবলদহ গ্রামে তার বাড়ি। গত ২১শে অক্টোবর, রবিবার দুপুরে বাড়ি থেকে পুলিস তাকে গ্রেপ্তার করে। জাতীয় পতাকাটি পুলিস বাজেয়াপ্ত করেছে। পুলিস জানিয়েছে, মাধবডিহি থানা এলাকায় জাতীয় পতাকার উপর বসে পেঁয়াজ কাটার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ৪০ সেকেন্ডের ভিডিও ক্লিপিংসটি দেখে এলাকার বাসিন্দারা ছাড়াও সোশ্যাল মিডিয়ায় দোষীর শাস্তির দাবিতে সরব হন বহু মানুষ।
পুলিস সূত্রে জানা গিয়েছে, মাধবডিহি থানার এক সিভিক ভলান্টিয়ারের কাছে বিষয়টি জেনে ওসি দেবাশিস নাগ গ্রামে তদন্তে যান। সেখানে বেশ কয়েকজনের সঙ্গে কথা বলে ওসি জানতে পারেন, ছবিটি আব্দুল করিম সাহানার। সিভিক ভলান্টিয়ার হয়েও কীভাবে জাতীয় পতাকার অবমাননা সে করল তা নিয়ে পুলিসের কাছে সরব হন এলাকার বাসিন্দারা। এরপরই আব্দুল করিমের বাড়িতে গিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ঘটনার কথা সে কবুল করে। পুলিসকে সে জানায়, ১৮ সেপ্টেম্বর রাতে সুবলদহ বাসস্ট্যান্ড এলাকায় বাপন পাকড়ের চায়ের দোকানে সে কয়েকজনের সঙ্গে ফিস্ট করেছিল। সেই সময় জাতীয় পতাকার উপর বসে সে পেঁয়াজ কাটে। সেই দৃশ্য কেউ মোবাইলে রেকর্ড করে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। পুলিস বাপনের সঙ্গে কথা বলে। তিনি পুলিসকে জানান, বিষয়টি দেখতে পেয়ে তৎক্ষণাৎ পেঁয়াজ কাটা বন্ধ করে জাতীয় পতাকা যত্ন করে তুলে রাখা হয়। আব্দুল করিমের হেফাজত থেকে জাতীয় পতাকাটি বাজেয়াপ্ত করেছে।