গত ১৮ই অক্টোবর, বৃহস্পতিবার মহানবমীর দিন, হাওড়া জেলার উদয়নারায়নপুর থানার অন্তর্গত রামপুর গ্রামে কুমারীপূজা উপলক্ষ্যে শোভাযাত্রা গ্রামের পথ দিয়ে যাওয়ার সময় কয়েকজন স্থানীয় মুসলিম যুবক অশ্লীল মন্তব্য করে এবং মতিয়ার রহমান বলে পাশের গ্রাম আকুন্দার এক যুবক কুমারী -এর ওপর জল কুলকুচি করে ফেলে দেয় এবং কুমারীপূজার আয়োজনকে অপবিত্র করে।এই ঘটনায় শোভাযাত্রায় থাকা কয়েকজন হিন্দু ক্ষিপ্ত হয়ে মারধর করে ।তখন ওখানে থাকা কয়েকজন মান্যগণ্য বয়স্ক ব্যাক্তি মতিয়ারকে ছেড়ে দেন এবং উদয়নারায়নপুর থানায় ফোন করেন।কিন্তু বেলা ১১টায় ঘটনা ঘটলেও পুলিশ আসতে আসতে ৩টা বেজে যায়।পুলিস এসে দোষীকে গ্রেপ্তার না করে স্থানীয় হিন্দুদের কাছে ঘটনার খবর নিয়ে চলে যায়।পুলিস জানায় যে মতিয়ার পলাতক ।এতে স্থানীয় হিন্দুরা ক্ষুব্ধ হয়।এদিকে ঘটনার খবর পেয়ে হিন্দু সংহতির কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছে এবং তারা পরিস্থিতির ওপর নজর রাখছে।