গত ১৮ই অক্টোবর মহা নবমীর দিন আসামের বরপেটা জেলার হাউলির আনন্দবাজার এলাকার দুর্গা প্রতিমায় ভাঙচুর চালানো হলো। ঐদিন ভোরের দিকে এই ঘটনা ঘটে যখন মণ্ডপে কেউ ছিল না। বিশেষ সূত্রে জানা গিয়েছে, দুষ্কৃতীরা দুর্গা প্রতিমার মাথা ভেঙে দেয়। সকালে স্থানীয় বাঙালি হিন্দু বাসিন্দারা এটি দেখার পর রাস্তায় নেমে আসেন এবং বিক্ষোভ দেখাতে থাকেন। আশেপাশের অঞ্চলেও বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ বাঙালি হিন্দুরা দোষীদের গ্রেপ্তার করার দাবিতে বরপেটা-হাউলি সড়ক অবরোধ করে। এই ঘটনায় আসামের সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি করে। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়ালের মিডিয়া উপদেষ্টা হৃষিকেশ গোস্বামী। তিনি ঘটনাস্থল ঘুরে দেখেন এবং বিক্ষুব্ধ হিন্দুদের সঙ্গে কথা বলেন। ছুটে আসেন বরপেটার পুলিস সুপার ভায়োলেট বড়ুয়া। তিনি দোষীদের গ্রেপ্তার করার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন হিন্দুরা। উত্তেজনা থাকায় বিশাল সংখক সিআরপিএফ জওয়ান মোতায়েন করা হয়েছে এবং ১৪৪ ধারা জারি করা হয়েছে হাউলি এলাকায়।
আসামের বরপেটায় দূর্গা প্রতিমা ভাঙচুর, উত্তেজনা এলাকায়,সিআরপিএফ মোতায়েন
