বাংলাদেশের পিরোজপুরের সদর উপজেলার পাঁচপাড়া সর্বজনীন শ্রী শ্রী কালী মন্দিরে ভাঙচুর চালিয়ে প্রতিমাটিকে পাশের পুকুরে ফেলে দিলো একদল মুসলিম দুষ্কৃতী। গত ১২ই অক্টোবর,শনিবার রাতে এই ঘটনা ঘটে। পরেরদিন সকালে স্থানীয় হিন্দু বাসিন্দারা ভাঙা মন্দির দেখতে পেয়ে ঢাকা-পিরোজপুর জাতীয় সড়ক অবরোধ করে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে দোষীদের গ্রেপ্তার করার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় স্থানীয় হিন্দু জনতা। পরে ঐদিন পুলিস ওহেদ হাওলাদার(৪৫) এবং মফিদুল ইসলাম(৫০)-কে গ্রেপ্তার করে। স্থানীয় হিন্দু বাসিন্দারা জানিয়েছেন, যে ধৃতরা সকলেই আওয়ামী লীগের সদস্য এবং এই মন্দির ভাঙার পিছনে আওয়ামী লীগের ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলামের হাত রয়েছে। কারণ এর আগে মন্দিরের জমি নিজের দাবি করে আদালতে মামলা করেছিলেন শহিদুল ইসলাম। তাই স্থানীয় হিন্দুরা শহিদুল ইসলামকেও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
পিরোজপুরের কালীমন্দিরে ভাঙচুর, গ্রেপ্তার ২ মুসলিম দুষ্কৃতী
