বাঙালি হিন্দুর আনন্দের দুর্গাপূজায় যে সমস্ত হিন্দু বাসিন্দাদের নতুন বস্ত্র কেনার অক্ষমতা রয়েছে, তাদের মুখে হাসি ফোটাতে নদীয়া জেলার পলাশীপাড়া থানার অন্তর্গত বানিয়া কলোনি পাড়া গ্রামের মহিলাদের এবং শিশুদের হাতে নতুন বস্ত্র তুলে দিলো হিন্দু সংহতি। আজ মহা সপ্তমীর দিনে এই অনুষ্ঠানে শতাধিক মহিলা এবং শিশুদের হাতে নতুন জামাকাপড় তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিন্দু সংহতির সম্পাদক শ্রী সুন্দর গোপাল দাস, হিন্দু সংহতির প্রমুখ কর্মী শ্রীমতি রাখি সরকারসহ স্থানীয় হিন্দু সংহতির কর্মীরা।
নদীয়ার পলাশীপাড়ায় বস্ত্র বিতরণ হিন্দু সংহতির
