হিন্দু বাঙালির সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দূর্গা পূজার আনন্দে সামিল হতে যে সমস্ত গরিব হিন্দু পরিবারগুলির নতুন কাপড় কেনার ক্ষমতা নেই, তাদের মুখে হাসি ফোটানোর উদ্দেশ্য নিয়ে দক্ষিণ ২৪ পরগনা জেলার নোদাখালী থানার অন্তর্গত পোয়ালি হাজরাপাড়ায় বস্ত্র বিতরণ করলো হিন্দু সংহতি। গত ৭ই অক্টোবর, রবিবার সকালে পোয়ালি হাজরাপাড়ার যুবশক্তি সংঘের মাঠে এই বস্ত্র বিতরণের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে হিন্দু সংহতির সহযোগী ছিল কলকাতার ”সালাসার ভক্তবৃন্দ”। এই অনুষ্ঠানে ২০০ মহিলাকে নতুন শাড়ি বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিন্দু সংহতির সম্পাদক শ্রী সুন্দরগোপাল দাস, সহ সম্পাদক শ্রী সুজিত মাইতি এবং সালসার ভক্তবৃন্দ -এর পক্ষ থেকে সঞ্জয় পোদ্দার। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন স্থানীয় হিন্দু সংহতির প্রমুখ কর্মী শ্রী জয়দেব সিং এবং অন্যান্যরা।
নোদাখালীর পোয়ালি হাজরাপাড়ায় বস্ত্র বিতরণ করলো হিন্দু সংহতি
