দুর্গাপূজার জন্য কেন সরকার টাকা দেবে?? এই প্রশ্ন তুলে গতকাল ৩রা অক্টোবর, বুধবার কলকাতায় মিছিল করলো প্রায় কয়েক হাজার ইমাম ও মুয়াজ্জিন । মিছিলের আয়োজন করেছিল রাজ্য সংখ্যালঘু যুব সংগঠন। তাদের অভিযোগ, রাজ্য সরকার হিন্দু তোষণ করছে। তারা ইমাম এবং মুয়াজ্জিনদের বেতন ২,৫০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০০ টাকা করার দাবি জানায়। সংগঠনের দাবি, কলকাতা পুলিশ কমিশনার পদে একজন মুসলিমকে নিয়োগ করতে হবে। রাজ্যের অন্তত দশ হাজার মাদ্রাসাকে সরাসরি অর্থ সাহায্য করতে হবে। বর্তমানে রাজ্য সরকার মোট দুহাজার মাদ্রাসাকে অর্থ সাহায্য করে। এছাড়াও মিছিলে অংশগ্রহণকারীদের হাতে বেশকিছু প্ল্যাকার্ড দেখা যায়। সেইসব প্লাকার্ডগুলিতে লেখা ছিল – ”শরিয়তি আইনে সরকারের হস্তক্ষেপ মানব না”। এছাড়া সংখ্যালঘু যুব ফেডারেশন-এর সভাপতি মহম্মদ কামরুজ্জামান মিছিল থেকে দাবি করেন যে, রাজ্যে মুসলিম জনসংখ্যার অনুপাতে ১৬ জন মুসলিমকে M.P টিকিট দিতে হবে। এছাড়াও তিনি বলেন, আগে ইমামদের টাকা দিতে হবে,তারপরেই সরকার দুর্গাপূজা কমিটিগুলিকে টাকা দিতে পারবে। এছাড়াও কামরুজ্জামান রাজ্যের প্রতিটি মাদ্রাসাকে ২ লাখ টাকা করে দেবার দাবি জানান। তবে এই মিছিলের জন্য কোনও পুলিশি অনুমতি ছিল না। অম্পূর্ণ বিনা অনুমতিতে ইমাম-মুয়াজ্জিনরা মেয়ো রোড আটকে মিছিল সভা করে ।