দেশের সংবিধান এবং সুপ্রিম কোর্টকে নিয়ে অসম্মানসূচক মন্তব্য করার জন্যে পশ্চিমবঙ্গ সরকারের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলো হিন্দু সংহতি। প্রসঙ্গত উল্লেখ্য, সিদ্দিকুল্লা চৌধরী রাজ্যের একজন মন্ত্রী ছাড়াও মুসলিম সংগঠন জমিয়তে -উলেমা-ই -হিন্দের রাজ্য সভাপতি। কয়েকদিন আগেই সুপ্রিম কোর্ট তিন তালাক বন্ধে রায় দেয়। সেই সময় সিদ্দিকুল্লা সাংবাদিক সম্মেলন করে বলেন যে, তিনি এই রায় মানেন না। এমনকি তিনি বলেন যে মুসলিমদের শরিয়া আইনে হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই সুপ্রিম কোর্টের। তিনি এটাও বলেন যে মুসলিমরা শরিয়া আইন মানবে। এই প্রসঙ্গে হিন্দু সংহতির সভাপতি দেবতনু ভট্টাচার্য বলেন, ” হিন্দু সংহতি তার মন্তব্যকে সংবিধান বিরোধী বলে মনে করে।আমরা সিদ্দিকুল্লাকে তার পদ থেকে সরিয়ে দেবার দাবি জানাচ্ছি। সেই সঙ্গে সুপ্রিম কোর্টের বিরুদ্ধে অসম্মানজনক মন্তব্য করার জন্যে তার বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেবার দাবি জানাই”।