কয়েকদিন আগেই কোচবিহারের তুফানগঞ্জ থানার অন্তর্গত দক্ষিণ নবাবগঞ্জের শিব মন্দিরে রাতের অন্ধকারে গরুর হাড় ফেলেছিলো দুষ্কৃতীরা। তার রেশ কাটতে না কাটতেই আবার একই ভাবে দিনহাটার বোয়ালমারীতে রাতের অন্ধকারে কালী মন্দিরে গরুর হাড়-মাংস ফেলে দিয়ে গেলো দুষ্কৃতীরা। গত ০১ অক্টোবর রাতে দুষ্কৃতীরা এই ঘটনা ঘটায় বলে অনুমান। পরেরদিন সকালেই স্থানীয় হিন্দু বাসিন্দাদের নজরে আসে বিষয়টি। তারা বিশাল সংখ্যায় মন্দিরের সামনে জড়ো হন।কোনোভাবেই ঘটনার খবর পেয়েই বিশাল পুলিশবাহিনী ও RAF ঘটনাস্থলে ছুটে আসে এবং ক্ষুব্ধ হিন্দুদের শান্ত করার চেষ্টা করে। শেষ পাওয়া খবর অনুযায়ী এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিস। বর্তমানে এলাকার হিন্দুরা ক্ষোভে ফুঁসছে এবং তাঁরা এই ঘটনার প্রতিকার চান। তার কারণ একের পর এক মন্দিরে গরুর হাড়-মাংস ফেলে যাওয়া, হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেবার চক্রান্ত বলে মনে করছেন তারা।
তুফানগঞ্জের পর এবার দিনহাটার বোয়ালমারীতে কালী মন্দিরে ফেলা হলো গরুর মাংস, ক্ষুব্ধ হিন্দুরা
