বাংলাদেশের সাতক্ষীরার ঝাউডাঙ্গা রাধা-কৃষ্ণ মন্দিরে দুষ্কৃতীরা পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেয়। গত ২৮শে সেপ্টেম্বর, শুক্রবার রাতে এই ঘটনা ঘটে। পরেরদিন সকালে স্থানীয় হিন্দু বাসিন্দাদের নজরে আসে ঘটনাটি। দেখা যায়, মন্দিরের মধ্যে থাকা রাধাকৃষ্ণের মূর্তি ছাড়াও আরো বেশ কয়েকটি মূর্তি পুড়ে গিয়েছে। এছাড়াও মন্দিরের ভিতরে থাকা জগন্নাথ দেব এর মূর্তিও কিছুটা পুড়ে গিয়েছে। এছাড়া জানা গিয়েছে যে দুষ্কৃতীরা মন্দিরে আগুন দেবার আগে মন্দিরে থাকা প্রণামী বাক্স এবং মূর্তির গায়ে থাকা গয়না লুঠ করে নিয়ে যায়। এই ঘটনায় স্থানীয় হিন্দু বাসিন্দারা যথেষ্ট ক্ষুব্ধ। ঘটনার খবর পেয়ে ঝাউডাঙ্গা থানার পুলিস ঘটনাস্থল ঘুরে দেখে তথ্যপ্রমাণ সংগ্রহ করে নিয়ে যায়। কিন্তু এখনো পর্যন্ত কোনো দুষ্কৃতী গ্রেপ্তার হয়নি। একজন স্থানীয় বাসিন্দা জানিয়েছেন যে তারা দুষ্কৃতী গ্রেপ্তার হবার কোনো আশা দেখতে পাচ্ছেন না। কারণ এর আগেও এমন অনেক ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিস; নয়তো গ্রেপ্তার হবার পর মানসিক ভারসাম্যহীন বলে পুলিশ দোষীদেরকে ছেড়ে দিয়েছে।
সাতক্ষীরার রাধা-কৃষ্ণ মন্দিরে আগুন, অধরা দুষ্কৃতীরা।
