হাওড়া জেলার উলুবেড়িয়া থানার অন্তর্গত খলিসানি লেবুতলাতে কয়েকটি নির্মীয়মান দূর্গা প্রতিমাতে ভাঙচুর চালালো দুষ্কৃতীরা। গত ২৮শে সেপ্টেম্বর, শুক্রবার সকালে এই ঘটনা ঘটে। জানা গিয়েছে, লেবুতলা মোড়ে দীর্ঘদিন ধরেই প্রতিমা তৈরি করে আসছেন মৃৎশিল্পী অম্বিকা পাল। এবছরও দুর্গাপুজোর জন্যে বেশ কয়েকটি প্রতিমা তৈরি করেছিলেন তিনি। কিন্তু গত শুক্রবার সকালে তিনি দেখেন যে কে বা কারা দূর্গা প্রতিমার কয়েকটি জায়গায় ভাঙচুর চালিয়েছে। এমনকি দূর্গা প্রতিমার এমন কয়েকটি জায়গায় ভাঙচুর চালিয়েছে, যা দেখে হিন্দুরা যথেষ্ট ক্ষুব্ধ। হিন্দুদের ধর্মীয় মানসিকতায় আঘাত দেবার উদ্দেশ্যে এই ঘটনা ঘটানো হয়েছে বলে স্থানীয় হিন্দু বাসিন্দারা জানিয়েছেন। এই ঘটনা জানাজানি হতেই আশেপাশের হিন্দু বাসিন্দারা জড়ো হন। ইতিমধ্যে ঘটনার খবর পেয়ে পুলিস ঘটনাস্থলে আসে এবং ঘটনাস্থল ঘুরে দেখে তথ্য সংগ্রহ করে নিয়ে যায়। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী এই ঘটনায় এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।
হাওড়াতে দুর্গামূর্তি ভাঙা হলো, দুষ্কৃতীরা অধরা
