এনআরসির জন্যই দ্বিতীয় কাশ্মীর হিসেবে পরিণত হবে আসাম। রাষ্ট্রীয় নাগরিকপঞ্জি নিয়ে পুনরায় বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি বিধায়ক শিলাদিত্য দেব। তিনি বলেন, এনআরসি অসমীয়া হিন্দুরা আসামে সংখ্যালঘু হিসেবে পরিনত হবে। আর এক্ষেত্রে এনআরসির রাজ্য কে-অর্ডিনেটর প্রতীক হাজেলাকে কাঠগড়ায় তুলে তার কাজকর্ম নিয়ে সন্দেহ প্রকাশ করেন বিধায়ক শিলাদিত্য। অসমীয়া জাতিকে নিয়ে হাজেলা ছেলেখেলা করছেন বলে অভিযোগ করে তিনি হাজেলার বিরুদ্ধে তদন্ত করার দাবি জানান । তিনি বলেন, হাজেলার কাজকর্ম নিয়ে অনেক সন্দেহ রয়েছে। হাজেলা কিসের এজেন্ডা নিয়ে কাজ করছেন, কার অঙ্গুলিহেলনে কাজ করছেন তার তদন্ত হওয়া দরকার বলে অভিমত ব্যক্ত করেন।এদিন বিধায়ক শিলাদিত্য ইসলামিক সন্ত্রাসবাদ সম্পর্কে বলেন, মাদ্রাসাগুলি বন্ধ করে দিলে বহু সমস্যার সমাধান হবে। মাদ্রাসা থেকে জিহাদের উৎপত্তি হচ্ছে বলে উল্লেখ করে তিনি বলেন, ‘ আমরা উদার মানসিকতার লোক, তাই আমাদের রাজ্যে বহু সংখ্যক মাদ্রাসা। এক্ষেত্রে জিহাদী বের হবেই। জেহাদী উৎপাদন করার কারখানা থেকে জিহাদি বের না হয়ে কি বের হবে?’ বিজেপি বিধায়ক গত কয়েকদিন থেকে রাজ্য কাঁপানো সন্ত্রাসবাদী সংগঠন হিজবুল মুজাহিদীন গোষ্ঠীর রাজ্যে তৎপরতা বৃদ্ধির পিছনে মাদ্রাসাকে দায়ী করেন। তার মতে, মাদ্রাসায় প্রতিনিয়ত জন্ম নিচ্ছে জেহাদী। আর এর ফলে দ্বিতীয় কাশ্মীর রূপান্তরিত হবে আসাম।