তিন তালাক বন্ধে সুপ্রিম কোর্টের দেওয়া রায়কে অসাংবিধানিক বললেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী এবং জমিয়তে উলেমা-ই-হিন্দ-এর রাজ্য সভাপতি সিদ্দিকুল্লা চৌধুরী। গত ২৩শে সেপ্টেম্বর এক সাংবাদিক সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। তিনি আরো বলেন, ”সুপ্রিম কোর্ট এবং কেন্দ্র সরকারের কোনো অধিকার নেই মুসলিম পার্সোনাল আইনে দখল দেবার এবং তার পরিবর্তন করার। আমরা সুপ্রিম কোর্টের রায়কে মানি না ”। তিনি আরো বলেন যে সুপ্রিম কোর্টের বিচারকরা এই রায় দিয়েছেন কোনোরকম ইসলামিক আইনের জ্ঞান ছাড়াই। তিনি মন্তব্য করেন, ”সুপ্রিম কোর্টের বিচারকদের উচিত ছিল এই রায় দেবার আগে ইসলামিক পন্ডিতদের কাছ থেকে পরামর্শ নেওয়া। অনেকেই মন্তব্য করেছেন, কোরানে তালাকের কথা নেই। কিন্তু আপনাদেরকে বলি কোরানে তালাকের কথা রয়েছে। আর আমরা সেই আইন মেনে চলবো”।
তিন তালাক বন্ধে সুপ্রিম কোর্টের রায় অসাংবিধানিক, মন্তব্য সিদ্দিকুল্লার।
