তার আসল নাম আসিফ খান। কিন্তু সে নিজেকে হিন্দু নাম আশু মহারাজ নামে মিথ্যে পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে তার আশ্রমের কাজ চালিয়ে আসছিলেন। আর এই আশ্রমের আড়ালে মহিলাদের যৌন নির্যাতন,ধর্ষণের মতো কাজ চালিয়ে যাচ্ছিলো। শেষমেশ তার বিরুদ্ধে গত ১৩ই সেপ্টেম্বর, শক্রবার নতুন দিল্লির হাউস খাস থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা। সেই অভিযোগে মহিলা জানান যে মহারাজ তাকে দীর্ঘ পাঁচ বছর ধরে ধর্ষণ করেছেন। এমনকি মহারাজের ছেলের হাতে ধর্ষণের শিকার হয়েছে তাঁর নাবালিকা কন্যা। এই অভিযোগ পাবার পরেই দিল্লী পুলিসের একটি টিম এবং ক্রাইম ব্রাঞ্চ গত ১২ই সেপ্টেম্বর, বৃহস্পতিবার রাতেই আশ্রমে অভিযান চালান। ওখান থেকে গ্রেপ্তার করা হয় মহারাজকে এবং তার ছেলে সময় খানকে । জেরায় জানা যায়, আশু মহারাজ উনার আসল নাম নয়। তিনি ধর্মেও হিন্দু নন। তিনি হিন্দু নাম নিয়ে দীর্ঘদিন ধরে হিন্দু মহিলাদের নিজের যৌন লালসার শিকার বানিয়েছেন।
মা-মেয়েকে ধর্ষণ,দিল্লীতে গ্রেপ্তার আসিফ খান ওরফে আশু মহারাজ।
