কোচবিহার জেলার তুফানগঞ্জ থানার অন্তর্গত দক্ষিণ নবাবগঞ্জ বিলাসী বটতলা শিবমন্দিরে গত ২২শে সেপ্টেম্বর, শনিবার সকালে গরুর হাড় পড়ে থাকতে দেখা যায়। এই খবর জানাজানি হতেই ক্ষুব্ধ হিন্দুরা রাস্তায় নেমে আসে এবং মুসলিমদের অনেকগুলি বাড়িঘর ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় বলে স্থানীয় হিন্দু সংহতির প্রতিনিধি জানিয়েছেন। অসমর্থিত সূত্রে জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত গতকাল অর্থাৎ ২১শে সেপ্টেম্বর, শুক্রবার সকালে কয়েকটি মুসলিম ছেলের সঙ্গে হিন্দু ছেলের মারামারিকে কেন্দ্র করে। তখনকার মত সব মিটে গেলেও পরেরদিন সকালে মন্দিরে গরুর হাড় পড়ে থাকতে দেখা যায়।সেই খবর আগুনের মতো চারদিকে ছড়িয়ে পড়ে এবং ক্ষুব্ধ হিন্দুরা মন্দিরের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে থাকে। অভিযোগ, এই বিক্ষুব্ধ জনতা আশেপাশের মুসলমানদেরকে ব্যাপক মারধর করে এবং তাদের বাড়িঘর জ্বালিয়ে দেয়। মুসলিম সম্প্রদায়ের অনেক মানুষ আতঙ্কে এলাকা ছেড়ে পালিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে।ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী ও RAF ঘটনাস্থলে পৌঁছায়।শেষ পাওয়া খবর অনুযায়ী এলাকায় ১৪৪ধারা জারি রয়েছে।এদিকে ক্ষুব্ধ হিন্দুরা দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেবার দাবি জানিয়েছেন।
কোচবিহারের শিবমন্দিরে গরুর হাড়, বিক্ষুব্ধ এলাকার হিন্দুরা
