নিউ টাউনে এক নাবালিকাকে ধর্ষণ করার দায়ে এক যুবককে গ্রেপ্তার করল বিধাননগর কমিশনারেটের পুলিশ। গত ১৮ই জুন, সোমবার রাতে ঘটনাটি ঘটেছে নিউ টাউনের হাতিয়াড়ায়। ধৃতের নাম মহম্মদ আসলাম। পরেরদিন মঙ্গলবার রাতে আসলামকে গ্রেপ্তার করে পুলিশ। জানা গিয়েছে, সোমবার গভীর রাতে নিজের বাড়ি থেকে দিদির বাড়িতে যাচ্ছিল মেয়েটি। রাস্তায় আচমকাই তাকে মুখ চেপে একটি অন্ধকার জায়গায় নিয়ে যায় কয়েকজন ছেলে। সেখানেই তার উপর নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। নির্যাতিতা পুলিশকে জানিয়েছে, কোনও মতে সে নিজেকে ওই যুবকদের হাত থেকে ছাড়িয়ে পালিয়ে আসে। সোজা বাড়িতে এসে অভিভাবকদের ঘটনার কথা জানায় মেয়েটি। এর পরই পুলিশের দ্বারস্থ হয় পরিবার। রাতেই নিউ টাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার। সেই অভিযোগের ভিত্তিতেই আসলামকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে পকসো আইন, অপহরণ, গণধর্ষণ-সহ একাধিক ধারায় মামলা করা হয়েছে। নাবালিকার মেডিক্যাল টেস্ট করানো হচ্ছে। ঘটনার তদন্তে নেমেছে নিউ টাউন থানার পুলিশ। গতকাল ২০শে জুন, বুধবার মূল অভিযুক্ত মহম্মদ আসলামকে বারাসত আদালতে তোলা হলে বিচারক তাকে চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।