হাওড়া জেলার উলুবেড়িয়া শহরের কালীবাড়ির জেটিঘাট এলাকা। ওই রোডের পাশে একটি কালী মন্দির রয়েছে। আর মন্দিরের আশেপাশেই রয়েছে বেশকিছু হিন্দু মালিকানাধীন দোকানঘর। গত ১৭ই জুন, রবিবার রাতে ওই মন্দিরে দুষ্কৃতীরা কালীপ্রতিমা ভাঙচুর করার উদ্দেশ্যে দুষ্কৃতীরা মন্দিরে মদের বোতল, ইঁট-পাথর ছোড়ে। ইটের আঘাতে মন্দিরের পুজোর থালা,পুজোর প্রদীপ ও অন্যান্য বাসনপত্র এলোমেলোভাবে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকে। তারপর পাশের কয়েকটি হিন্দু দোকানের টালির চাল ভাঙচুর করে দুষ্কৃতীরা। তবে মন্দিরের বাইরে লোহার শক্ত দরজা থাকায় মন্দিরের বড়োসড়ো কোনো ক্ষতি করতে পারেনি। তা নাহলে দুষ্কৃতীরা প্রতিমা ভেঙে গুঁড়িয়ে দিতে পারতো বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন যে, তাদের সন্দেহ মুসলিম দুষ্কৃতীদের দিকেই। কারণ ঈদের কয়েকদিন আগেই মুসলিমরা জোর করে মন্দিরের কাছেই ঈদের গেট তৈরি করে, যদিও মুসলিম পাড়া অনেক দূরে অবস্থিত । আর সেই ঈদের গেট তৈরি করা নিয়ে হিন্দু-মুসলিমদের মধ্যে মন কষাকষি ছিল। তাছাড়া মন্দিরের থেকে দুমিনিটের হাঁটাপথেই উলুবেড়িয়া থানা, উলুবেড়িয়া মহকুমা শাসকের অফিস থাকা সত্বেও কিভাবে মন্দিরে দুষ্কৃতীরা মন্দিরে হামলা চালাতে পারলো,তা নিয়ে স্থানীয় হিন্দুরা ক্ষুব্ধ। ঘটনায় পুলিস এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। মন্দিরের সামনে বর্তমানে পুলিস মোতায়েন রয়েছে।
উলুবেড়িয়াতে ঈদের রাত্রে হিন্দু মন্দিরে মদের বোতল ও ইট ছুড়লো দুষ্কৃতীরা
