মালদা জেলার অন্তর্গত ইংলিশবাজার থানার লক্ষীপুর বাজার। আশেপাশের এলাকা মুসলিম অধ্যুষিত হলেও বাজারে হিন্দু ব্যবসায়ীদের আধিক্য ছিল। কিন্তু গত ১৭ই মে, বৃহস্পতিবার আশেপাশের এলাকার মুসলমানরা লাঠি,রড ইত্যাদি নিয়ে লক্ষ্মীপুর বাজারে হিন্দু ব্যবসায়ীদের ওপর ঝাঁপিয়ে পড়ে। ব্যবসায়ীদের দোকান থেকে বের করে যথেচ্ছ মারধর করে মুসলিমরা। মুসলিমদের মারে অনেক হিন্দু ব্যাবসায়ী আহত হন। এতে বাজারে থাকা ব্যবসায়ীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যান। কিন্তু কিছু সময় পর হিন্দু ব্যবসায়ীরা ও আশেপাশের হিন্দু মানুষজন এই জিহাদি আক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। তারা জিহাদি আক্রমণকারীদেরকে মারধর করেন। তাদের মারে মুসলমানরা বাজার ছেড়ে পালিয়ে যায়। তখন আহত হিন্দু ব্যবসায়ীদের উদ্ধার করে মালদা জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মুসলিমদের মারে মোট ৯জন হিন্দু ব্যবসায়ী আহত হন। সবাইকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও আহত ব্যবসায়ী সঞ্জীব মন্ডলের মাথায় চোট থাকায় তিনি বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন। লক্ষীপুরের হিন্দু ব্যবসায়ীরা জানিয়েছেন যে, বাজারের হিন্দু ব্যবসায়ীদেরকে উচ্ছেদ করার চক্রান্ত করে এই হামলা চালানো হয়েছে। এলাকার পরিস্থিতি এখন থমথমে। কোনোরকম অশান্তি এড়াতে বর্তমানে লক্ষীপুর বাজারে পুলিশ মোতায়েন রয়েছে।