গত ১৪ই মে, পঞ্চায়েত নির্বাচনের দিন পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত ঘাটাল মহকুমার চন্দ্রকোনা টাউন থানার কাঁটাগোলা গ্রামের হিন্দু জিহাদি আক্রমণের শিকার হলো। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামের একজন মুসলমান নামাজ পড়তে যাবার পথে হিন্দু কিশোরী বিপাশা মন্ডলের (নাম পরিবর্তিত) শ্লীলতাহানি করে। নিজেকে বাঁচাতে হিন্দু কিশোরী এই মুসলিম ব্যক্তিকে ধাক্কা দেয়। তাতে ওই মুসলিম ব্যক্তি পড়ে যায় এবং তার মাথায় চোট লাগে এবং একটু রক্ত বেরিয়ে যায়। তারপর কিছু মুসলমান জড়ো হয়ে তাকে নিয়ে চলে যায়। কিন্তু কিছুক্ষন পর পাশের হুগলি জেলার গোঘাট থানার বাবুরামপুর, সুন্দরপুর এবং রামানন্দপুর থেকে
কয়েকশো মুসলমান এসে কাঁটাগোলা গ্রাম আক্রমণ করে। মুসলমানরা একের পর এক হিন্দু বাড়িতে ভাঙচুর চালাতে থাকে। বাড়ির মহিলারা ঘরে লুকিয়ে যায়। মুসলমানের আক্রমণে অনেক হিন্দু বাড়ির আসবেস্ট-এর চাল ভেঙে যায়। এই আক্রমণে দিলীপ চৌধুরী, সমর মালিক, শ্রীকান্ত পাল,তপন পাল,শম্ভুনাথ দলুই,বংশী মালিক ও আরতি মালিকসহ মোট ৩৫ টি হিন্দু বাড়ি ভাঙচুর করা হয়। এর মধ্যে বংশী মালিকের হাত ভেঙে গিয়েছে। বাদল দোলুইয়ের পিঠে রডের আঘাতে কেটে গিয়েছে। বর্তমানে এলাকার হিন্দুরা ভীতসন্ত্রস্ত অবস্থায় রয়েছে। এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। গতকাল ১৭ই মে, বৃহস্পতিবার হিন্দু সংহতির একটি প্রতিনিধিদল এলাকা পরিদর্শনে যায়। হিন্দু সংহতির পক্ষ থেকে স্থানীয় হিন্দুদের সমস্তরকমের সাহায্যের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
পঞ্চায়েত ভোটের দিন ঘাটালের রামজীবনপুরে হিন্দুরা জিহাদি আক্রমণের শিকার
