দেবতার নামে উৎসর্গ করা ষাঁড়কে ধারালো অস্ত্র দিয়ে মেরে ফেলার অভিযোগে মামলা দায়ের করল পূর্বস্থলী থানার পুলিস। বরিবার বিকেলে পূর্বস্থলীর চণ্ডীপুরে ষাঁড় মারার ঘটনায় নিন্দার ঝড় উঠেছে। খবর পেয়ে পুলিস ঘটনাস্থলে গিয়ে মৃত ষাঁড়টি উদ্ধার করে থানায় নিয়ে যায়। কাছাকাছি পশুদের ময়নাতদন্তের কোনও ব্যবস্থা না থাকায় থানা চত্বরে পশু চিকিৎসক নিয়ে এসে ষাঁড়টির ময়নাতদন্ত করায় পুলিস।
স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, পূর্বস্থলীর মেড়তলা পঞ্চায়েতের চণ্ডীপুর এলাকার শিবমন্দিরে ভক্তরা মানত পূরণের উদ্দেশ্যে একটি ষাঁড় ছেড়ে দিয়ে যান। দেবতার নামে উৎসর্গ ষাঁড়টি বেশ কিছুদিন ধরেই গ্রামে ঘুরে বেড়াচ্ছিল। ষাঁড়টি গ্রামের মধ্যে কখনও গৃহস্থের গাছপালা ও চাষের জমিতে নেমে ফসলের ক্ষতি করছিল। রবিবার বিকেলে ষাঁড়টি স্থানীয় বাসিন্দা শুকচাঁদ ঘোষের বাড়িতে ঢুকে পড়ে। সেই সময় সে একটি ধারালো অস্ত্র দিয়ে ষাঁড়টিকে আঘাত করে। কিছুক্ষণ পরই ষাঁড়টি মারা যায়। পশুটিকে এভাবে মেরে ফেলার ঘটনাটি এলাকার অনেকেই মেনে নিতে পারেননি। এই ঘটনার পরই এলাকার বাসিন্দারা পুলিসে খবর দেন। পুলিস মৃত ষাঁড়টি উদ্ধার করে থানায় নিয়ে গিয়ে ময়নাতদন্তের ব্যবস্থা করে। এরপরই অভিযুক্ত শুকচাঁদ এলাকা ছেড়ে পালিয়েছে।
কালনার এসডিপিও শান্তনু চৌধুরী বলেন, চণ্ডীপুরে একটি ষাঁড়কে মেরে ফেলার ঘটনায় কেস রুজু হয়েছে। পশু চিকিৎসককে ডেকে মৃত ষাঁড়টির পরীক্ষা করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্তর খোঁজ চলছে।