পরিকল্পিতভাবে মায়ানমারের রোহিঙ্গা মুসলিমদের নিয়ে এসে দার্জিলিং-এ থাকার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। গতকাল সাংবাদিকদের সামনে এমন মন্তব্য করেন শিলিগুড়ির এম পি সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া। তিনি আরো বলেন যে পাহাড় ও তার আশেপাশের চিকেন নেক অঞ্চল ভারতের নিরাপত্তার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে রোহিঙ্গা মুসলিমদের এনে বসলে তা যেমন ভারতের নিরাপত্তার ক্ষেত্রে বিপজ্জনক তেমনি পাহাড়ের বাসিন্দাদের ক্ষেত্রেও বিপদের কারণ হতে পারে। তিনি এই সমস্যার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে জানিয়েছেন বলে জানান। তিনি বলেন যে দার্জিলিং-এর ডেলোতে রোহিঙ্গা মুসলিমদের এনে বসানো হচ্ছে। ইতিমধ্যে সেখানে প্রায় ৫০টি রোহিঙ্গা মুসলিম পরিবার এসে বাড়ি করে ফেলেছে। তিনি অভিযোগ জানান যে, রোহিঙ্গাদেরকে এখানে আনার পিছনে GTA প্রধান বিনয় তামাঙ্গ এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত রয়েছে। কারণ হিসেবে তিনি বলেন যে সব জেনেও চুপ করে আছেন বিনয় তামাঙ্গ। উল্টে রোহিঙ্গাদের নানরকমভাবে সাহায্য করা হচ্ছে। আলুওয়ালিয়ার এই মন্তব্যে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।