উত্তর ২৪ পরগনা জেলার অন্তর্গত দেগঙ্গা থানা এলাকা হিন্দুদের ওপর অত্যাচারের কারণে পশ্চিমবঙ্গে একটি পরিচিত নাম। এই থানা এলাকার মঙ্গলনগর গ্রামের শ্মশানকালী মন্দিরের মূর্তিতে আগুন লাগিয়ে দিলো দুষ্কৃতীরা। আগুন লেগে প্রতিমার বস্ত্র এবং মাথার চুল পুড়ে গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামের শ্মশান-এর আশেপাশে কোনো লোক বসতি নেই। ফলে তার সুযোগ নিয়ে দুষ্কৃতীরা রাতের অন্ধকারে গত ৪ঠা মে এই ঘটনা ঘটিয়েছে। মন্দিরটি পাকা হওয়ায় বড়সড় কোনো ক্ষতি হয়নি। কিন্তু মূর্তিতে আগুন লাগানোর ঘটনা ছড়িয়ে পড়ায় এলাকার হিন্দুরা উত্তেজিত হয়ে পরে এবং তারা শ্মশানের কাছে জড়ো হয়ে বিক্ষোভ দেখতে থাকেন। ঘটনার খবর পেয়ে দেগঙ্গা থানার পুলিশ, এসডিও ঘটনাস্থলে আসেন। তারা উদ্যোগ নিয়ে নতুন মূর্তি বসিয়ে দেন। এমকি তারা উত্তেজিত হিন্দু জনতাকে প্রতুশ্রুতি দেন যে সরকারি খরচে শ্মশানটিকে ইঁটের দেওয়াল দিয়ে ঘিরে দেওয়া হবে। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী এই ঘটনায় কোনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি এবং দেগঙ্গা থানার ২জন পুলিশকর্মী মন্দির প্রাঙ্গনে মোতায়েন রয়েছে।
দেগঙ্গাতে রাতের অন্ধকারে কালীমূর্তিতে আগুন দিলো দুষ্কৃতীরা, এলাকায় উত্তেজনা
