গত ২৩শে এপ্রিল, সোমবার ১৭ হাজার টাকার জালনোট সহ বিহারের বাসিন্দা চার জনকে গ্রেপ্তার করেছে মাথাভাঙা থানার পুলিস। পুলিস জানিয়েছে, বিহারের চার জন নিশিগঞ্জ এলাকায় গাঁজা কেনার জন্য এসেছিল। জাল টাকা দিয়ে গাঁজা কিনতে না পারায় তারা ফিরে যাওয়ার পথে ধরা পড়ে। ধৃতদের নাম সুনীল মাহাত, পঙ্কজ যাদব, মহম্মদ কাদের ও সুরেন্দর মাহাত। মাথাভাঙা থানার পুলিস জানিয়েছে, ধৃতদের কাছ থেকে ১৭ হাজার টাকার জালনোট উদ্ধার হয়েছে। ধৃতদের আজ মাথাভাঙ্গা কোর্টে তোলা হবে পুলিস জানিয়েছে।