গতকাল ১৭ই এপ্রিল,মঙ্গলবার হিন্দু সংহতির বর্ধমান জেলার সমুদ্রগড় শাখার উদ্যোগে শক্তির দেবী মা কালীর পূজা অনুষ্ঠিত হয়। আর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিন্দু সংহতির সভাপতি শ্রী দেবতনু ভট্টাচার্য মহাশয় এবং হিন্দু সংহতির সহ সম্পাদক শ্রী সুজিত মাইতি মহাশয়। এছাড়া কালীপূজা উপলক্ষই যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এছাড়া এই অনুষ্ঠানের মণ্ডপে শিয়ালদহ স্টেশনের নাম শ্যামাপ্রসাদ মুখার্জি রেল ট্যার্মিনাস করার যে দাবি হিন্দু সংহতি জানিয়ে আসছে, তা নিয়ে একটি ফ্লেক্স দেওয়া হয়। এই অনুষ্ঠানে সমুদ্রগড় ছাড়াও আশেপাশের নাদনঘাট এলাকা থেকে বিশালসংখক হিন্দু জনসাধারণ উপস্থিত ছিলেন।
হিন্দু সংহতির সমুদ্রগড় শাখার মা কালীর আরাধনায় আমন্ত্রিত সংহতি সভাপতি
