জম্মুতে অবৈধভাবে বসবাসকারী রোহিঙ্গাদের দিক থেকে নজর ঘোরাতে এবং তাদের সুবিধা করে দিতেই কাঠুয়া ধর্ষণ কান্ড নিয়ে এতো হৈচৈ চলছে। এরকমই বিস্ফোরক মন্তব্য করলেন জম্মু বার এসোসিয়েশনের সদস্য সুরিন্দর কৌর। তিনি আরো বলেন যে ”আমাদের দীর্ঘদিনের দাবি ছিল যে জম্মু থেকে অবৈধ রোহিঙ্গাদের শিবির সরানো হোক এবং এ বিষয়ে উপজাতি মন্ত্রক তাদের অবস্থান স্পষ্ট করুক। কিন্তু তা না করে কাঠুয়া কান্ড দিয়ে আমাদের দাবিকে ধামাচাপা দিয়ে দেওয়া হলো। তিনি আরো বলেন, ”আমরা চেয়েছিলাম যে আমাদের দাবি মেনে নেওয়া হোক। বারংবার বলা সত্বেও আমাদের কথা শোনা হয়নি। এর পাশাপাশি নাবালিকা হত্যার তদন্তে আমরা সিবিআই তদন্তের দাবি জানিয়েছি। রোহিঙ্গারা যে একটা বড়ো সমস্যা তা উল্লেখ করে বার এসোসিয়েশনের সদস্য গগন বাসত্ৰা বলেন যে, ”এখন রোহিঙ্গাদের হাতে আধার কার্ড চলে এসেছে। ফলে দেশের নিরাপত্তা নিয়ে আমরা খুব চিন্তিত। যখন রোহিঙ্গারা শিবিরে এসেছিলো, তখন তাদের সংখ্যা ছিল ১৫ হাজার। কিন্তু এই সংখ্যাটা ইতিমধ্যে ২২ হাজার ছাড়িয়ে গিয়েছে।