গত ১৫ই এপ্রিল, রবিবার রাতে বর্ধমান-গুসকরা রোডে আলমপুরে আগ্নেয়াস্ত্র সহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে দেওয়ানদিঘি থানার পুলিস। ধৃতদের নাম আমির আলি, শেখ আজাদ, মানিক সাহা, পলাশ রাজমল ও শেখ জাহাঙ্গির। তল্লাশিতে তাদের কাছ থেকে একটি পাইপগান, এক রাউন্ড গুলি, ভোজালি, হাঁসুয়া ও লাঠি পাওয়া গিয়েছে বলে পুলিসের দাবি। পুলিস তাদের গাড়িটিও বাজেয়াপ্ত করেছে। রাস্তায় ডাকাতির পরিকল্পনায় তারা সেখানে জড়ো হয়েছিল বলে পুলিসের অনুমান।গতকাল ১৬ই এপ্রিল, সোমবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হলে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন সিজেএম রতনকুমার গুপ্তা।