গত ১৫ই এপ্রিল, রবিবার দক্ষিণ পূর্ব দিল্লির সরিতা বিহারে রোহিঙ্গাদের বস্তিতে আগুন লাগে। এই আগুনে প্রায় ৫০টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। দিল্লির দমকল বিভাগ জানিয়েছে যে তারা প্রায় ভোর ৩টার সময় আগুন লাগার খবর পায়। পরে দমকলের ১১টি ইঞ্জিন ঘটনাস্থলে গেলেও ঘরগুলিকে বাঁচানো যায়নি। পুলিশ জানিয়েছে যে আগুন লাগার কোন খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে রোহিঙ্গাদের বস্তির পাশেই ত্রাণ সরবরাহের একটি অফিস রয়েছে। সেখানেই প্রথমে আগুন লাগে এবং পরে তা সারা বস্তিতে ছড়িয়ে পড়ে।