গতকাল সকাল থেকেই মানুষের ভিড়ে সরগরম ছিল ঢাকার প্রায় সবকটি প্রধান রাস্তাঘাট। কেউ কেউ আবার ব্যস্ত রাস্তার ধারে আল্পনা আঁকতে। অনেকে হাতে রং-বেরঙের মুখোশ নিয়ে রমনার বটমূলে চলেছেন বর্ষবরণের অনুষ্ঠানে যোগ দিতে, মুসলিম মৌলবাদীদের হুমকি অগ্রাহ্য করে। প্রসঙ্গত, পয়লা বৈশাখের বর্ষবরণের অনুষ্ঠান হিন্দু সংস্কৃতি – এই অভিযোগ বাংলাদেশের অধিকাংশ মৌলবাদী মুসলিম ধর্মগুরুর।
নতুন বছরকে স্বাগত জানিয়ে লাখো মানুষের ‘মঙ্গল শোভাযাত্রা’ ঢাকায়
