ভারতীয় জলসীমানা পেরিয়ে এখানকারমৎস্যজীবীদের নৌকায় লুঠতরাজ চালাতে এসে পুলিশের হাতে ধরা পড়ে গেল সশস্ত্র পাঁচ বাংলাদেশি জলদস্যু৷ গত ১৩ই এপ্রিল, শুক্রবার রাত দেড়টা নাগাদ দস্যুদের দলটি নদীপথে হাতের নাগালে চলে এলে সকলকে হাতে নাতে ধরে ফেলে পুলিশ৷ কুলতলির কাছে বিদ্যাধরী নদীর খাঁড়ি থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে পাঁচটি একনলা বড় ও একটি ছোট পাইপগান , সাতটি কার্তুজ ও বোমা উদ্ধার হয়েছে৷ পুলিশ জানায় , গত মার্চে এই দলটিই পিরখালি জঙ্গলের কাছে পুলিশের সঙ্গে গুলির লড়াই করে অন্ধকারে বাংলাদেশে পালিয়ে গিয়েছিল৷ গতকাল ১৪ই এপ্রিল,শনিবার বারুইপুর আদালতে তোলা হলে বিচারক তাদের দশ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।